ওয়েব ডেস্ক: তৃণমূল ছাড়ার পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন মুকুল রায়। সেজন্য রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর কাছে সময় চেয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুকুল রায় জানিয়েছেন, আগামী সপ্তাহেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন। তারপর সাংবাদিক বৈঠক করে পরবর্তী সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন। পঞ্চমীতে তৃণমূল ছাড়ার কথা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন মুকুল রায়। তার কিছুক্ষণ পরই মুকুলকে ছয় বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল।


উত্সবের মধ্যে তৃণমূল-মুকুল বিবাদ প্রকাশ্যে এসে পড়ে। সম্পর্কের অবনতি অবশ্য কয়েক মাস ধরেই হচ্ছিল। মুকুলকে দলের সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। রাজনৈতিক মহলে জল্পনা, মুকুল সম্ভবত বিজেপিতে যোগ দিতে চলেছেন। অন্য একটি অংশের মতে, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস নামে নিজের দলের রাশ হাতে নিতে পারেন মুকুল রায়। সেই দলকে সমর্থন দেবে বিজেপি। মুকুলের ইস্তফার দিনই বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ ফোনে ২৪ ঘণ্টা ডট কম-কে জানিয়েছিলেন, দিল্লির নেতৃ্ত্ব সবুজ সংকেত দিলেই মুকুল আসতে পারেন।


আরও পড়ুন, মুকুলকে নিয়ে দিল্লির নির্দেশের অপেক্ষায় দিলীপ