ওয়েব ডেস্ক: সমাজবাদী পার্টির কাজিয়া ফের বড়সড় আকার ধারন করল। সোমবার এনিয়ে কোনও বড় ঘোষণা করতে পারেন মুলায়ম সিং ‌যাদব। উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে এমনও জল্পনা রয়েছে ‌যে নতুন দলের কথা ঘোষণাও করতে পারেন ‘নেতাজি’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লখনউয়ে আজ একটি সাংবাদিক সম্মেলন ডেকেছেন মুলায়ম। সেখানে তিনি ও তাঁর ভাই শিবপাল ‌যাদব তাঁদের নতুন দলের নাম ঘোষণা করতে পারেন। নতুন দলের সঙ্গে সমাজবাদী শব্দটিও রাখছেন মুলায়ম। এমনটাই শোনা ‌যাচ্ছে।


রবিবার সমাজবাদী পার্টির সম্মেলনে আসেননি মুলায়ম ও শিবপাল ‌যাদব। তখনই মনে করা হয়েছিল গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন দুই ‌যাদব নেতা। কোনও কোনও মহল থেকে এমনও বলা হচ্ছে ‌যে লোক দল-এর ব্যানারেও নতুনভাবে রাজনীতিতে আসতে পারেন দুই ভাই।


গত জুন মাসে শিবপাল ঘোষণা করেছিলেন ‌যে তিনি একটি নতুন দল গড়তে চালেছেন। রাজ্যে সাম্পাদায়িক শক্তির সঙ্গে লড়াই করার জন্য তিনি ওই নতুন দল গড়ার কথা বলেছিলেন। তার পর ‌যত সময় গড়িয়েছে ততই অখিলেশ শিবিরের সঙ্গে মুলায়ম ও শিবপালের দূরত্ব বেড়েছে। তারই ফলস্রুতিতে আজকের ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন-ভারতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ভুয়ো ছবি দেখিয়ে রাষ্ট্রসংঘে মুখ পুড়ল পাকিস্তানের