আদিত্যনাথের শপথগ্রহণে মোদীর কানে `ফিসফাস` মুলায়মের!
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতৃত্ববৃন্দ। উপস্থিত ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও। এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবও।
ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতৃত্ববৃন্দ। উপস্থিত ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও। এসেছিলেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবও।
শপথগ্রহণের পর সবাই যখন একে অন্যকে শুভেচ্ছা জানাচ্ছেন, তখনই প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে আসতে দেখা যায় মুলায়মকে। এরপরই মোদীর কানে 'কিছু' বলেন মুলায়ম। যদিও, মোদীর কানে মুলায়ম ঠিক কী বলেছেন, তা ঠাওর করতে পারেননি উপস্থিত কেউই। তবে সম্মতিতে ঘাড় নাড়েন মোদী। ইতিমধ্যেই এই ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন-
আরও পড়ুন, আদিত্যনাথের মন্ত্রিসভার একমাত্র মুসলিম মুখ মহসিন রাজা