ওয়েব ডেস্ক : করে দেখাল ভারত। বিশ্বের সবচেয়ে মোটা মহিলা। ওজন ৫০০ কেজি। মিশরের কায়রোর বাসিন্দা। সে দেশে চিকিত্সায় সেভাবে সাড়া না মেলায়, শেষমেশ তাঁকে নিয়ে আসা হয় মুম্বইতে। আর তাতেই সুফল। ১২ দিনের মধ্যে ৫০ কেজি ওজন ঝরল ওই মহিলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মুহূর্তে মুম্বইয়ের সউফি হাসপাতালে চিকিত্সাধীন এমান আহমেদ। তাঁকে কড়া ডায়েটের অনুশাসনে রাখা হয়েছে। সঙ্গে রোজ চলছে ৯০ মিনিটের ফিজিওথেরাপি সেশন। ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে এমান। এক সপ্তাহের মধ্যেই ৩০ কিলো ওজন ঝরে এমানের। আরও ৫দিনের মাথায় আরও ২০ কিলো। আর দু' সপ্তাহ পর এমানের প্রথম অস্ত্রোপচারটি করা হবে। মুম্বইয়ের ডাক্তারদের টার্গেট, এই এক বছরে এমানের ওজন ২০০ কেজিতে নামিয়ে আনা। যার জন্য ঝরাতে হবে মোট ৩০০ কেজি।


গত ২৫ বছর ধরে শুধু ঘরবন্দি নয়, কার্যত বিছানাবন্দি ছিলেন ৩৭ বছরের এমান। কারণ একটাই, এই বিশাল বপু। নিজে হাতে কিছুই করতে পারতেন না তিনি। অত্যধিক ওজনের কারণে হাত তোলা, বিছানায় উঠে বসা সবেতেই অক্ষম ছিলেন এমান। রাতে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারতেন না। এখন অবশ্য সেই এমান রাতে পুরো ৮ ঘণ্টা ঘুমাচ্ছেন।


আরও পড়ুন, চতুর্থ সন্তান হিসেবে প্রধানমন্ত্রীকেই 'দত্তক' নিতে চাইল এই দম্পতি!


আরও পড়ুন, ইয়া বড়! দাঁত তুলে বিশ্ব রেকর্ড গুজরাটের চিকিত্সকের