ওয়েব ডেস্ক : প্রথমে ফেসবুকে ফ্রেন্ড রিক্যুয়েস্ট পাঠানো, তারপর আলাপ জমিয়ে মোটা টাকা বিনিয়োগ করার টোপ দেওয়া। এমনকি সেই বিনিয়োগ দেশেও নয়, আফগানিস্তানে। বিনিয়োগ করলেই এক বছরে তিন গুণ, চার গুণ ফেরৎ পাওয়ারও লোভনীয় অফার। অনলাইনে প্রতারণায় ১.৯৭ কোটি টাকা হারালেন মুম্বইয়ের বান্দ্রার এক বৃদ্ধ।


প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বৃদ্ধকে আফগানিস্তানে বিনিয়োগ করার টোপ দেয় তাঁর এক ফেসবুক বন্ধু। ওই ব্যক্তি নিজেকে মার্কিন সেনা বলে পরিচয় দেন। এরপর ওই ব্যক্তির সঙ্গে নিজের ফোন নম্বর বিনিময় করে বৃদ্ধ। অভি‌যোগ, ওই ব্যক্তি বৃদ্ধকে পার্টনারশিপে টাকা বিনিয়োগের প্রস্তাব দেন। বন্ধুর কথা মতো, ৫ জনের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা করেন ওই বৃদ্ধ। কিন্তু তারপর থেকেই বন্ধুদের সঙ্গে আর কোনও ‌যোগা‌যোগ করে উঠতে পারছিলেন না তিনি। গত মার্চ মাসে তিনি পুলিসের দ্বারস্থ হন। তদন্তে নেমে পুলিসের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গোটা ঘটনার পিছনে রয়েছে একটি নাইজেরিয়ান দল। ঘটনায় জড়িত সন্দেহে পুলিস ৫ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্পষ্ট হয়। ধৃতরা ভুয়ো প্যান কার্ড ব্যবহার করে মুম্বই ও দিল্লির ১০৮ টি ভুয়ো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে রাখে।পরে তারা ফেসবুকে ওই বৃদ্ধের সঙ্গে আলাপ জমায়। ভুয়ো প্যান কার্ড তৈরির মাস্টার মাইন্ডকেও গ্রেফতার করেছে পুলিস। তার অফিস থেকে ভুয়ো প্যান কার্ড উদ্ধার হয়েছে।