টয়লেটে জল দিয়েই তৈরি হচ্ছে ইডলির চাটনি, তোলপাড় সোশ্যাল মিডিয়া
৪৫ সেকেন্ডের ওই ভিডিয়োটিতে ধরা পড়েছে গোটা ঘটনা
নিজস্ব প্রতিবেদন: নিজের অজান্তেই রাস্তাঘাটে কতকিছু খেয়ে ফেলছেন তা জানতেই পারছেন না আপনি। খাবারের মধ্যে মিশে যাচ্ছে টয়লেটের জল। চমকে যাবেন এই ভিডিয়োটি দেখলে।
আরও পড়ুন-ডিউটিতে ঢোকা-বেরনোয় লাগাম টানতেই অগ্নিগর্ভ দুর্গাপুর ইস্পাত কারখানা
ঘটনাটি মুম্বইয়ের। বাণিজ্যনগরীর এক ইডলি বিক্রেতা ইডলির চাটনি তৈরি করছেন বরিওয়ালি রেল স্টেশন লাগোয়া এক টয়লেটের জল দিয়ে। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এনিয়ে একটি তদন্ত শুরু করেছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ)।
সময় তারিখ না থাকলেও ৪৫ সেকেন্ডের ওই ভিডিয়োটিতে ধরা পড়েছে গোটা ঘটনা। দেখা যাচ্ছে ফুটপাতের এক ইডলি বিক্রেতা রেলের টয়লেট থেকে ক্যানে ভরে জল ভরছেন। পরে তা নিয়ে গিয়ে ইডলির চাটনি বানাচ্ছেন।
আরও পড়ুন-কংগ্রেসের সংসদীয় দলনেতা নির্বাচিত হলেন সনিয়াই
ভিডিয়োটি নিয়ে এফডিএর মুম্ভই প্রধান শৈলেশ যাদভ সংবাদমাধ্যমে বলেন, ভিডিয়োটি দেখেছি। ওই হকার ও অন্যান্য যারা ওভাবে ব্যবসা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই হকারকে ধরতে পারলে তারা লাইসেন্সে কেড়ে নেওয়া হবে।
শৈলেশ আরও বলেন, কোথায় ওই ভিডিয়োটি শ্যুট করা হয়েছে তা খুঁজে দেখতে হবে। এনিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।