ওয়েব ডেস্ক : মানুষের সুবিধার জন্য বিনামূল্যে WiFi দেওয়া সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু, সেই সুযোগকে কাজে লাগিয়ে একেক পর এক পর্ন সাইট সার্ফ করার অভিযোগ উঠল শহরের বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনাটি খোদ মুম্বইয়ের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- লালকেল্লার লহোরি গেটের কাছে উদ্ধার গ্রেনেড


পুরসভা নির্বাচনকে মাথায় রেখে মহারাষ্ট্র সরকার 'মুম্বইWiFi' নামে বিনামূল্যে এই পরিষেবা চালু করে। দৈনিক প্রায় তিন লাখ মানুষ এই পরিষেবা নিচ্ছেন। কিন্তু, দিন কয়েক পরই দেখা যায়, এই পরিষেবা গ্রহণকারীদের মধ্যে প্রায় ১০ শতাংশই দিনের বেশিরভাব সময় পর্ন দেখে কাটায়।


ইতিমধ্যেই ৩৮টি এমন সাইট ব্লক করে দিয়েছে মহারাষ্ট্র সরকার। কোন কোন এলাকা থেকে এই সাইটগুলি লগ ইন করা হচ্ছে তাও খতিয়ে দেখা হচ্ছে।