ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে সেরা উপহারটা পেলেন মুম্বইয়ের বাসিন্দা হর্ষ চাওডা। প্রথমবার মা হলেন তিনি। এখানেই শেষ নয়, রয়েছে তাঁর জন্মেরও আর এক ইতিহাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হর্ষ চাওডা। মুম্বইের প্রথম টেস্ট টিউব বেবি। তিনি এবার নিজেই জন্ম দিলেন একটি পুত্র সন্তানের। হর্ষ নিজে মাতৃগর্ভজাত নন, তবে তিনি নিজে গর্ভধারিণী। আর এটাই সেরা পাওনা তাঁর।


১৯৮৬ সালে IVF (IN VIRTO FERTILISATION) পদ্ধতিতে জন্ম হয় হর্ষের। তিনিই মুম্বইয়ের প্রথম টেস্ট টিউব বেবি। তাঁর জন্মের পর থেকে টেস্ট টিউব বেবি সম্বন্ধে মানুষের ধারণাটাই বদলে যেতে থাকে। তাঁকে সুস্থভাবে জন্মাতে দেখে অনেক মহিলাই এই পদ্ধতিতে মা হয়েছেন। আজ আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে টেস্ট টিউব বেবিরাও অন্যান্য বাচ্চাদের মতো সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আর আজ তিনিও মা হলেন। তবে স্বাভাবিক পদ্ধতিতেই।


হর্ষ নিজে টেস্ট টিউব বেবি হলেও তাঁর সন্তান ধারণে কোনও অক্ষমতা ছিল না। তাই সুস্থভাবেই পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি।