নিজস্ব প্রতিবেদন: উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে গেরুয়া হাওয়া। নাগাল্যান্ডও কি সেই পথে চলছে? জানা ‌যাবে আগামী ৩ মার্চ। সে দিনই উত্তর পূর্বের রাজ্যটিতে ভোটগণনা। তবে বুথফেরত সমীক্ষার আভাস, নাগাল্যান্ডে সরকার গড়তে চলেছে বিজেপি-এনডিপিপি জোট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৫ বছর ধরে নাগাল্যান্ডে ক্ষমতায় রয়েছে নাগা পিপলস ফ্রন্ট। এবার তাদের বিরুদ্ধে লড়াইয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) ও বিজেপি জোটের। ৪০টি আসনে লড়াই করছে এনডিপিপি। ২০টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।


২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত নাগাল্যান্ডের ক্ষমতায় ছিলেন নেইফিউ রিও। তিনিই দলবদল করে বিজেপি-এনডিপিপি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন। দক্ষিণ আঙ্গামি আসনে প্রতিদ্বন্দ্বীরা মনোনয়নপত্র তুলে নেওয়ায় ইতিমধ্যেই জিতে গিয়েছেন নেইফিউ রিও। তাঁকে দলে টেনে বিজেপি মাস্টার স্ট্রোক দিয়েছে বলে দাবি অনেকের।     


আরও পড়ুন- কলেজ ছাত্রীদের লক্ষ্য করে ছোড়া হল বীর্যভর্তি বেলুন 


ভোটের পর কংগ্রেসের সঙ্গে শাসক দল এনপিএফ জোট করতে পারে বলে জোর জল্পনা। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাই নাগাল্যান্ডে এগিয়ে রাখছে বিজেপি-এনডিপি জোটকে। ২৭-৩২টি আসন পেতে পারে তারা। ১৫ বছরের প্রতিষ্ঠান বিরোধিতা ও গত ৫ বছরে ৩ বার মুখ্যমন্ত্রী বদলের ফলে এনপিএফের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।  


আরও পড়ুন- লোকসানে ব্যবসা, দেনার ভার; দেউলিয়া ঘোষণার আবেদন এয়ারসেলের


গত কয়েক বছর ধরেই বিচ্ছিন্নতাবাদীদের জেরে হিংসায় দীর্ণ নাগাল্যান্ড। ২৭ ফেব্রুয়ারি ভোটের দিনও অশান্তির খবর মিলেছিল।এই পরিস্থিতিতে নাগাল্যান্ডে ভোটের ফল তাত্পর্যপূর্ণ হতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। 


    আরও পড়ুন- আর্থিক বৃদ্ধিতে চিনকে পিছনে ফেলল ভারত, উত্ফুল্ল বিজেপি