সরকারি পরিসর নমাজ পড়ার জায়গা নয়, সাফ জানালেন খাট্টার
গুরুগ্রামে জুম্মার নমাজ ঘিরে উত্তেজনা নিয়ে এবার মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী খাট্টার। তাঁর দাবি, সরকারি পরিসর নমাজ পড়ার জায়গা নয়। নামাজ পড়া উচিত ইদগাহ বা মসজিদে।
নিজস্ব প্রতিবেদন: গুরুগ্রামে জুম্মার নমাজ ঘিরে উত্তেজনা নিয়ে এবার মুখ খুললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী খাট্টার। তাঁর দাবি, সরকারি পরিসর নমাজ পড়ার জায়গা নয়। নামাজ পড়া উচিত ইদগাহ বা মসজিদে।
আরও পড়ুন-যান্ত্রিক গোলযোগ! কলকাতা বিমানবন্দরে বরাতজোরে প্রাণে বাঁচলেন ২০০ যাত্রী
উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে গুরুগ্রামের কয়েকটি জায়গায় সরকারি জায়গায় জুম্মার নমাজ পড়ার বিরোধিতায় বিক্ষোভ দেখায় কয়েকটি সংগঠন। তাদের শ্লোগান ও হইহল্লায় রাস্তা আটকে হওয়া নমাজ ভেস্তে যায়। এনিয়ে বলতে গিয়ে খাট্টার বলেন, আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকারের। খোলা আকাশের নীচে নমাজ পড়ার প্রবণতা বেশ বেড়েছে। সরকারি জায়গায় পরিবর্তে নমাজ পড়া উচিত মসজিদ কিংবা ইদগাহে।
আরও পড়ুন-মাত্র ন'মিনিটেই বিধ্বস্ত একটি আস্ত শহর
প্রসঙ্গত গত শুক্রবার জুম্মার নমাজ ভেস্তে দেওয়া হয় ওজিরাবাদ, অতুল কাটারিয়া চক, সাইবার পার্ক, বথতওয়ার চক, সাউথ সিটিতে। বিক্ষোভকারী সংগঠনগুলির অভিযোগ, নমাজ পড়ার অছিলায় জমি দখলের চেষ্টা চলছে।