নিজস্ব প্রতিবেদন: মোদী ক্যাবিনেট ২.০। রাষ্ট্রপতি ভবনে শুরু শপথগ্রহণ। উপস্থিত দেশি-বিদেশি অতিথিরা। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন। বিমস্টেক দেশের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে রয়েছেন ৮ হাজার অতিথি। রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে  চলছে শপথগ্রহণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বাংলা থেকে দ্বিতীয় মন্ত্রী হিসেবে মোদী সরকারে জায়গা পেলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি ৩৩তম রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন।


৩২তম রাষ্ট্রমন্ত্রী: কৈলাস চৌধুরী


৩১তম রাষ্ট্রমন্ত্রী: প্রতাপচন্দ্র সারঙ্গী


৩০তম রাষ্ট্রমন্ত্রী: রামেশ্বর তেলি


২৯তম রাষ্ট্রমন্ত্রী: সোমপ্রকাশ


২৮তম রাষ্ট্রমন্ত্রী: রেণুকা সিং সুরিতা।


২৭তম রাষ্ট্রমন্ত্রী: বি মুরলিধরন


২৬তম রাষ্ট্রমন্ত্রী: রতনলাল কাটারিয়া


২৫তম রাষ্ট্রমন্ত্রী: নিত্যানন্দ রাই


২৪তম রাষ্ট্রমন্ত্রী: সুরেশচন্দ্র বাসাপ্পা


২৩তম রাষ্ট্রমন্ত্রী: অনুরাগ ঠাকুর


২২তম রাষ্ট্রমন্ত্রী: ধোত্রে সঞ্জয়


২১তম রাষ্ট্রমন্ত্রী: সঞ্জীব কুমার বালিয়ান।


বিংশতম রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। তিনি বাংলা থেকে প্রথম মন্ত্রী হিসেবে শপথ নিলেন। আসানসোলের সাংসদ বাবুল প্রথম মোদী সরকারেও মন্ত্রী ছিলেন।


১৯তম রাষ্ট্রমন্ত্রী: সাধ্বী নিরঞ্জন জ্যোতি।


অষ্টাদশ রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন রামদাস আঠাওয়ালে।


সপ্তদশ রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুরুষোত্তম রূপালা।


ষোড়শ রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন জি কৃষ্ণ রেড্ডি।


পঞ্চদশ রাষ্ট্রমন্ত্রী হিসেবে রাও সাহেব দাদারাও পাটিল দানবে।


চতুর্দশ রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন কৃষ্ণপাল গুজ্জর।


ত্রয়োদশ রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ হলেন জেনারেল ভিকে সিং।


দ্বাদশ রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ হলেন অর্জুন কুমার মেঘওয়াল।


একাদশ রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন অশ্বিনীকুমার চৌবে।


দশম রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফগন সিং কুলস্তে।


এখনও পর্যন্ত যাঁরা রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তাঁরা ন'জন স্বাধীনদায়িত্ব প্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে মোদী সরকারে কাজ করবেন।


নবম রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনসুখ মান্ডাবিয়া।


অষ্টম রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন হরদীপ সিং পুরী।


সপ্তম রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজকুমার সিং।


ষষ্ঠ রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রহ্লাদ সিং প্যাটেল।


পঞ্চম রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন কিরণ রিজিজু।


চতু্র্থ রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন জিতেন্দ্র সিং।


তৃতীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রীপদ যশো নায়েক


দ্বিতীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইন্দ্রজিত্ সিং।


প্রথম রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সন্তোষকুমার গাঙ্গোয়ার।


মোদীর পর যে ২৪ জন শপথ নিলেন তাঁরা সকলেই পূর্ণমন্ত্রী হতে চলেছেন।  এর পর রাষ্ট্রমন্ত্রীর শপথ নিতে শুরু করেন।


২৫তম মন্ত্রী: গজেন্দ্র সিং শেখাওয়াত


২৪তম মন্ত্রী: গিরিরাজ সিং।


২৩তম মন্ত্রী: অরবিন্দ গণপত সাওয়ান্ত


২২তম মন্ত্রী: মহেন্দ্রনাথ পাণ্ডে


২১তম মন্ত্রী: প্রহ্লাদ যোশী


বিংশতম মন্ত্রী: মুক্তার আব্বাস নকভি।


১৯তম মন্ত্রী: ধর্মেন্দ্র প্রধান।


অষ্টাদশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন পীযূষ গোয়েল। তিনি প্রথম মোদী সরকারে একাধিক দায়িত্ব সামলেছেন। তবে উল্লেখযোগ্য রেলমন্ত্রক। এছাড়া তিনি অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্বেও  ছিলেন।


সপ্তদশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রকাশ জাভড়েকর। তিনি প্রথম মোদী সরকারের সদস্য ছিলেন। তিনি ছিলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। তাঁকে এবার কোন মন্ত্রক দেওয়া হবে, তা স্পষ্ট নয়।


ষোড়শ মন্ত্রী হিসেবে শপথ নিলেন হর্ষবর্ধন।


পঞ্চদশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন স্মৃতি ইরানি। তিনি প্রথম মোদী সরকারেও মন্ত্রী ছিলেন। তবে তিনি  তখন ছিলেন রাজ্যসভার সদস্য। এবার তিনি প্রথম লোকসভায়। হারিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে।


চতুর্দশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা অর্জুন মুন্ডা।


ত্রয়োদশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রমেশ পোখরিয়াল নিশান্ত।


মোদীর শপথে প্রথম চমক। মন্ত্রী হলে সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তিনি দ্বাদশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন।  তিনি প্রাক্তন বিদেশ সচিব।


একাদশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন থাওয়ার চন্দ্র গেহলট।


মোদী সরকারে দশম মন্ত্রী হিসেবে শপথ নিলেন হরসিমরত সিং বাদল। তিনি এনডিএ শরিক শিরোমনি আকালি দলের নেত্রী।


প্রথম মোদী সরকারের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। দ্বিতীয়বারও তিনি  জায়গা পেলেন মন্ত্রিসভায়। নবম মন্ত্রী হিসেবে তিনি শপথ নিলেন।


অষ্টম মন্ত্রী হিসেবে মোদী সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র সিং তোমর।


সপ্তম মন্ত্রী হিসেবে শপথ নিলেন লোক জনশক্তি পার্টির নেতা রামবিলাস পাসোয়ান। এনডিএ-র শরিক দলের সদস্য।


ষষ্ঠমন্ত্রী হিসেবে শপথ নিলেন নির্মলা সীতারমন। তিনি প্রথম মোদী সরকারের প্রথম দফায় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। এবারও তাঁকে একই দায়িত্ব দেওয়া হতে পারে।


মোদী সরকারের দ্বিতীয় দফায় পঞ্চম মন্ত্রী হিসেবে  শপথ নিলেন সদানন্দ গৌড়া। প্রথম মোদী সরকারে তিনি রেলমন্ত্রী হয়েছিলেন। পরে তাঁকে সরিয়ে অন্যমন্ত্রকে দেওয়া হয়। এবার কোন মন্ত্রক, তা এখনও জানা যায়নি।


মোদী ২.০ ক্যাবিনটের চতুর্থ সদস্য় নিতিন গড়কড়ি।


তৃতীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন অমিত শাহ।


মোদীর পরই শপথ নিলেন রাজনাথ সিং। তবে তিনি কোন মন্ত্রকের দায়িত্বে, তা জানানো হয়নি।


শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।