নিজস্ব প্রতিবেদন: বিরোধীদের নেতা, নীতি, রণনীতি-কিছুই নেই। তাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা। দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় এমনই মন্তব্য করলেন দলের নেতা প্রকাশ জাভরেকর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২২ সালে দেশবাসীকে এক নতুন ভারত উপহার দেওয়ার কথা বলে জাভরেকর বলেন, প্রধানমন্ত্রীর মধ্যে উদ্যম, দেশকে ভবিষ্যেতর রাস্তা দেখানোর ক্ষমতা রয়েছে। রয়েছে দূরদৃষ্টি ও আবেগ। তাই তাঁর ২০১৯ সালের নির্বাচনে তুমুলভাবে ফিরে আসা একপ্রকার নিশ্চিত। গত ৪ বছরে প্রধানমন্ত্রী তাঁর ৭০ শতাংশ জনপ্রিয়তা ধরে রেখেছেন। এর একটা কারণ সাধারণ মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ করার ক্ষমতা।


আরও পড়ুন-লিওনার্দো দ্য ভিঞ্চির ছবি জাল! বিস্ফোরক দাবি গবেষকের


বিরোধীদের কথা বলতে গিয়ে জাভরেকর বলেন, ওরা ছন্নছাড়া। ওদের কোনও নীতি নেই, কোনও নেতাও নেই। ওদের একমাত্র উদ্দেশ্য হল প্রধানমন্ত্রীকে থামানো।


সরকারের উন্নয়নের ফিরিস্তি দিতে গিয়ে জাভরেকর বলেন, ত্রিপুরা, মোঘালয়ের মতো রাজ্য থেকে সেনা বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা তুলে নেওয়া হয়েছে।কাশ্মীরে জঙ্গিদের দাপট কমেছে।


দেশে বিজেপির জনপ্রিয়তার কথা তুলে ধরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, দেশের ১৯ রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। সংসদে বিজেপির ৩৫০ জন সাংসদ রয়েছেন। রাজ্য বিধানসভাগুলিতে রয়েছেন ১৫০০ বিধায়ক।


আরও পড়ুন-পুজোর আগেই মাঝেরহাটে বিকল্প পথ, দেখুন কেমন হবে সেই রাস্তা?


বিগত সরকারের তুলনায় এনডিএ আমলে দেশের আর্থিক কাঠামো শক্ত হয়েছে বলেও দাবি করেন জাভরেকর। তিনি বলেন, জিএসটি চালুর ফলে সাধারণ মানুষের কর দেওয়ার মনাসিকতা বেড়েছে। এনিয়ে দেশের ব্যবসায়ীদের কোনও অভিযোগ নেই। ফলে ২০১৯ সালের লোকসভায় এনডিএর জেতা নিশ্চিত।