স্বরাষ্ট্রে অমিত, প্রতিরক্ষায় রাজনাথ, জেনে নিন কাকে কোন দফতর দিলেন মোদী
শুক্রবার মন্ত্রিসভার প্রথম বৈঠক। তার আগেই ঘোষণা করা হল কেন্দ্রীয় মন্ত্রীদের নাম ও দফতর
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবারই শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী সহ ৫৮ মন্ত্রী। আজ শুক্রবার মন্ত্রিসভার প্রথম বৈঠক। তার আগেই ঘোষণা করা হল কেন্দ্রীয় মন্ত্রীদের নাম ও দফতর।
দেখে নিন কে পেলেন কোন দফতর
নরেন্দ্র মোদী-পরমাণু শক্তি, মহাকাশ
স্বরাষ্ট্র-অমিত শাহ
রাজনাথ সিং-প্রতিরক্ষা
নিতিন গড়করি-সড়ক পরিবহণ, এমএসএমই
নির্মলা সীতারমন-অর্থ
সদানন্দ গৌড়া-রসায়ন ও সার
রামবিলাস পাসোয়ান-উপভোক্তা, খাদ্য দফতর
নরেন্দ্র সিং তোমার-কৃষি ও কৃষক উন্নয়ন, পঞ্চায়েতি রাজ, গ্রামীণ বিকাশ
রবিশঙ্কর প্রসাদ-আইন, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স
হরসিমরত কৌর বাদল-খাদ্য প্রক্রিয়াকরণ
থর চাঁদ গেহলট-সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
সুব্রহ্মণ্যম জায়শঙ্কর-বিদেশ
রমেশ পোখরিওয়াল-মানব সম্পদ উন্নয়ন
অর্জুন মুন্ডা-উপজাতি বিষয়ক
স্মৃতি ইরানি-মহিলা ও শিশু উন্নয়ন
হর্ষ বর্ধন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, আর্থ সায়েন্স মন্ত্রক
প্রকাশ জাভড়েকর-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার মন্ত্রক
পীয়ূষ গোয়েল-রেল, শিল্প ও বাণিজ্য মন্ত্রক
ধর্মেন্দ্র প্রধান-পেট্রোলিয়ান ও প্রাকৃতিক গ্যাস, স্টিল
মুখতার আব্বাস নকভি-সংখ্যালঘু বিষয়ক দফতর
প্রহ্লাদ যোশী-সংসদ বিষয়ক, কয়লা ও খনি
মহেন্দ্র নাথ পান্ডে-স্কিল ডেভলপমেন্ট ও এন্টরপ্রেনরশিপ
অরবিন্দ জ্ঞাণপথ সাওয়ান্ত-ভারী শিল্প
গিরিরাজ সিং-প্রাণী সম্পদ বিকাশ, ডেয়ারি ও মত্স দফতর
গজেন্দ্র সিং শেখাওয়াত-জল সম্পদ
রাষ্ট্রমন্ত্রী(পূর্ণ দায়িত্বে)
সন্তোষ কুমার গাঙ্গোয়ার-শ্রম ও কর্মসংস্থান
রাও ইন্দ্রজিত সিং-পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন, পরিকল্পনা
শ্রীপাদ ইসো নায়েক-আয়ুর্বেদ, ইউনানি, যোগ, আয়ূশ
জিতেন্দ্র সিং-উত্তরপূর্ব ভারতের উন্নয়ন, প্রধানমন্ত্রীর দফতর, পেনশন, পরমাণু শক্তি দফতর
কিরেন রিজিজু-যুব ও ক্রীড়া, সংখ্যালঘু উন্নয়ন
প্রহ্লাদ সিং প্যাটেল-পর্যটন, সংস্কৃতি
রাজ কুমার সিং-শক্তি মন্ত্রক, স্কিল ডেভলপমেন্ট
হরদীপ সিং পুরী-আবাসন ও শহর উন্নয়ন, অসামরিক বিমান পরিবহণ, শিল্প ও বাণিজ্য
মনসুখ মান্ডভিয়-জাহাজ মন্ত্রক, সার ও রসায়ন মন্ত্রক।
রাষ্ট্রমন্ত্রী
ফগন সিং কুলস্তে-ইস্পাত মন্ত্রক
অশ্বনী কুমার চৌবে-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
অর্জুন রাম মেঘওয়াল-সংসদ বিষয়ক, ভারী শিল্প
ভি কে সিং-সড়ক পরিবহন ও হাইওয়ে
কৃষাণ প্যাটেল-সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
রাওসাহেব দাদারাও-খাদ্য ও বন্টন, উপভোক্তা বিষয়ক
জি কিষেণ রেড্ডি-স্বরাষ্ট্র
পুরুষোত্তম রুপালা-কৃষি ও কৃষক উন্নয়ন
রামদাস আটওয়ালে-সামাজিক ন্যায়
সাধ্বী নিরঞ্জন জ্যোতি-গ্রামীণ উন্নয়ন
বাবুল সুপ্রিয়-বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন
সঞ্জীব বালিয়ান-পশুপালন, ডেয়ারি
সঞ্জয় শামারাও-মানব উন্নয়ণ, তথ্য প্রযুক্তি
অনুরাগ সিং ঠাকুর-অর্থ, করপোরেট অ্যাফেয়ার্স
অঙ্গাদি সুরেশ-রেল
নিত্যানন্দ রাই-স্বরাষ্ট্র
রতন লাল কাটারিয়া-জলশক্তি, সামাজিক ন্যায়
ভি মুরলীধরন-বিদেশ, সংসদ বিষয়ক
রেণুকা সিং-উপজাতি বিষয়ক
সোম প্রকাশ-শিল্প ও বাণিজ্য
রামেশ্বর তেলি-খাদ্য প্রক্রিয়াকরণ
প্রতাপ চন্দ্র সরাঙ্গি-ক্ষুদ্র ও মাঝারি শিল্প
কৈলাশ চৌধুরি-কৃষি ও কৃষক উন্নয়ন
দেবশ্রী চৌধুরী-মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক।