নিজস্ব প্রতিবেদন: সংসদের অচলাবস্থার প্রতিবাদে এবার একদিনের অনশনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। ১২ এপ্রিল, বৃহস্পতিবার অনশনে বসবেন তাঁরা। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে অনশনে যোগ দেবেন বিজেপির সাংসদ ও নেতারাও।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে গত ৬ এপ্রিল। দ্বিতীয় পর্বে বিরোধীদের হইহট্টোগোলের জেরে সুষ্ঠুভাবে চলতে পারেনি সংসদের অধিবেশন। রাজ্যসভার অধিবেশনে সময় নষ্ট হয়েছে ১২১ ঘণ্টা। মাত্র ৪৪ ঘণ্টা চলেছে সংসদ। ২৭ দিন সংসদের উচ্চকক্ষে প্রশ্নোত্তর পর্ব হতে পারেনি।সংসদে অচলাবস্থার জন্য পরস্পরকে দোষারোপ করেছে কংগ্রেস-বিজেপি।সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারের কথায়, ''নেতিবাচক নীতির ফল কংগ্রেসকে নির্বাচনে ভুগতে হবে।''   
 



বিরোধীদের চাপে ফেলতে ২৩ দিনের বেতন ও ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনডিএ সাংসদরা। কংগ্রেসের অবশ্য দাবি, সংসদ সচল রাখার দায়িত্ব শাসক দলের। বিরোধীদের সঙ্গে আলোচনার চেষ্টাই করেনি তারা। 


আরও পড়ুন- বিজেপির আয় বাড়ল ৮১.১৮%, কংগ্রেসের ভাঁড়ারে টান