২১ দিনের লকডাউনে খাদ্যশস্যের জোগান জারি রাখতে ব্যবস্থা, আশ্বাস নমোর
করোনার মোকাবিলায় মঙ্গলবার মধ্যরাত (রাত ১২টা) গোটা দেশে ২১ দিনের জন্য সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে ২১ দিনের লকডাউনে সব রকম জরুরি পরিষেবা জারি থাকবে। অত্যাবশ্যকীয় পণ্যের জোগান চালু রাখতেও সবরকম পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। ২১ দিনের লকডাউন ঘোষণা করে দেশকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার একদিনের জন্য জনতা কার্ফুর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। ওইদিনের ইঙ্গিত মিলেছিল, আগামী দিনে গোটা দেশে লকডাউন জারির আগে সম্ভবত মহড়া নিতে চাইছেন মোদী। সেটাই সত্যি হল। করোনার মোকাবিলায় মঙ্গলবার মধ্যরাত (রাত ১২টা) গোটা দেশে ২১ দিনের জন্য সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জনতা কার্ফুর আগে বিভিন্ন বাজারে খাদ্যশস্যের সঙ্কটের আশঙ্কায় শুরু হয়েছিল ভীতি ক্রয় (Panic Buy)। বাজারে উপচে পড়েছিল ভিড়। ওই অভিজ্ঞতা থেকে এদিন প্রধানমন্ত্রী দেশকে আশ্বাস দিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জোগান নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার মধ্যরাত্রি থেকে ২১ দিনের লকডাউনের ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন,''২১ দিনের লকডাউন না হলে, ২১ বছর পিছনে চলে যাবে দেশ। এক এক ভারতীয়র জীবন, পরিবারকে বাঁচানোই আমার, ভারত সরকারের, রাজ্য সরকারের অগ্রাধিকার। হাত জোড় করে প্রার্থনা করছি, বাড়ির বাইরে লক্ষ্মণরেখা পার করবেন না। ঘরের মধ্যে থাকুন।''
মোদী আরও বলেন, ''প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক তখনই বাঁচতে পারবেন, যখন আমরা ঘরের ভিতরে থাকব। ভাইরাসের সংক্রমণ আটকাতে হবে। ভাঙতে হবে সংক্রমণের শৃঙ্খল। ভারত এমন ধাপে রয়েছে, যেখানে আমাদের পদক্ষেপ ঠিক করে দেবে, কতটা ক্ষতি এড়াতে পারি আমরা। প্রতিটি পদে ধৈর্য ধরতে হবে। লকডাউনে ঘর থেকে না বেরানোর সংকল্প নিন। প্রাণ থাকলে দুনিয়া থাকবে।''
আরও পড়ুন- করোনায় ১০ লক্ষ করে অনুদান বাম MLA-দের, ৫০ লক্ষ থেকে ১ কোটি দিচ্ছে BJP MP-রা