নিজস্ব প্রতিবেদন: পিএনবি কেলেঙ্কারি নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, আর্থিক প্রতারণার মামলায় কড়া ব্যবস্থ নেবে সরকার। জনগণের টাকা লুঠ করলে বরদাস্ত করা হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নীরব মোদী ১১,৪০০ কোটি টাকার দুর্নীতির পর প্রায় সপ্তাহকাল নীরব ছিলেন প্রধানমন্ত্রী। মৌনি মোদীকে কটাক্ষও করেছে বিরোধীরা। প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। এবার নীরব নিয়ে নীরবতা ভাঙলেন নমো। নীরব মোদীর নাম না-করে প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে তিনি বলেন, ''আর্থিক প্রতারণার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করছে সরকার। তা জারি থাকবে। জনসাধারণের টাকা লুঠের চেষ্টা করা হলে বরদাস্ত করব না।''            


আর্থিক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের দায়িত্বও মনে করিয়ে দিয়েছেন মোদী। তাঁর কথায়, ''আমি আবেদন করছি, আপনারা নীতি মেনে ও দায়িত্ব নিয়ে কাজ করুন। বিশেষ করে যাঁরা নজরদারি করেন, তাঁদের সজাগ হতে হবে।''    


আরও পড়ুন- দশমের ‌যোগ্যতা থাকলেই আবেদন করা ‌যাবে রেলের পরীক্ষায়