নিজস্ব প্রতিবেদন: অশান্ত আমেরিকা। গুলি কাঁদানে গ্যাসে ট্রাম্প সমর্থনদের সঙ্গে খন্ডযুদ্ধে অবাক গোটা বিশ্ব। নির্বাচিত আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরের একদিন আগে ডোনাল্ড ট্রাম্প জমানার শেষ মানতে না পেরে মার্কিন ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালয় ট্রাম্প সমর্থকরা। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি টুইটারে লিখেছেন, ‘ওয়াশিংটন ডিসিতে সংঘর্ষ ও হিংসার ঘটনায় আমি অত্যন্ত আহত। নিয়মমাফিক ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন চলতে থাকে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে কখনই বেআইনি আন্দোলনের দ্বারা বেপথে চালিত হতে দেওয়া যায় না’।


 



জানা গিয়েছে, যখন হামলা চালানো হয় তখন হাউস অব রিপ্রেসেন্টেটিভ ও সেনেটের বৈঠক চলছিল। তার মধ্যেই ট্রাম্প সমর্থকরা জোর করে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করে। ক্যাপিটল বিল্ডিংয়ে নিরাপত্তা বজায় রাখতে  গুলি চালাতে বাধ্য হয় পুলিস। ছোড়া হয় কাঁদানে গ্যাস। তাতেই এক প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে খবর।


নরেন্দ্রমোদী নয়, অনেক রাষ্ট্রনায়কই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।