নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে ভোটপ্রচারে গিয়ে ফের ইতিহাসে হোঁচট খেলেন নরেন্দ্র মোদী। আর এই সুযোগে তাঁকে ইতিহাসে জ্ঞান বাড়ানোর পরামর্শ দিল কংগ্রেস। তবে তারাও মোদীর ভুল ধরিয়ে দিয়ে গণ্ডগোল করেছে। টুইট মুছে ফের সংশোধিত টুইট দিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্ণাটকের কালবুর্গির সভায় এদিন প্রধানমন্ত্রী বলেন, ''জেনারেল থিমায়ার নেতৃত্বে আমরা ১৯৪৮ সালের যুদ্ধ জিতেছিলাম। কাশ্মীরকে যিনি বাঁচিয়েছিলেন সেই থিমায়াকে একাধিকবার অপমান করেছিলেন নেহরু ও তাঁর বিদেশমন্ত্রী কৃষ্ণ মেনন। কারিয়াপ্পার সঙ্গে কী ব্যবহার করেছিল ওরা?'' 



তবে তথ্য বলছে, ১৯৪৮ সালে স্বাধীন ভারতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে সেনাপ্রধান ছিলেন জেনারেল স্যার ফ্র্যান্সিস বুচার। কাশ্মীরে সেনা অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন থিমায়া। পরে ১৯৫৭ সালে সেনাপ্রধান হয়েছিলেন তিনি। ১৯৫৯ সালে চিনের সেনা পরিকাঠামো নিয়ে থিমায়ার মত খারিজ করেছিলেন তত্কালীন বিদেশমন্ত্রী কৃষ্ণ মেনন। পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন থিমায়া। তাঁকে বিরত করেন নেহরু। 


মোদীকে সংশোধন করতে গিয়ে ভুল করে ফেলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি টুইট করেন, '১৯৪৭ সালে জেনারেল থিমায়া ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।'



এই টুইটটি মুছে দিয়ে পরে সুরজেওয়ালা লেখেন, '১৯৫৭ সালে সেনাপ্রধান হয়েছিলেন থিমায়া।'



মোদীর ভুল ধরিয়ে যোগেন্দ্র যাদব টুইটারে লিখেছেন, সঠিক তথ্য দেওয়ার মতো লোককে নিয়োগ করতে পারে না প্রধানমন্ত্রীর দফতর?  



এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও একাধিকবার ভুল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।