ওয়েব ডেস্ক : বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হতে চলেছে এবছরের রিও অলিম্পিক। আর সেখানে ভারত ১৯৯ জন সদস্যকে নিয়ে অংশগ্রহণ করতে চলেছে। সেখানে যোগ দেওয়ার আগে আজ সকালে একটি মশাল দৌড়ের আয়োজন করা হয়েছিল দিল্লিতে। 'রান ফর রিও' নামে এই দৌড়ের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রিও'র স্বপ্নভঙ্গ, আত্মহত্যার চেষ্টা কুস্তিগীরের


দিল্লির বিভিন্ন স্কুল ও কলেজ থেকে প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী এই দৌড়ে অংশ নেয়। শহরের ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে দৌড়টি শুরু হয়।


অনুষ্ঠানের সূচনা করার পর প্রধামমন্ত্রী বলেন, এবারের অলিম্পিকে ভারত ভালো ফল করবে। আসা করছি, বিশ্বের প্রতিটা খেলাপ্রেমী মানুষের মন জয় করে ফিরবেন প্রতিযোগীরা। আগামী অলিম্পিকে ভারতের প্রতিটি জেলা থেকে প্রতিনিধি পাঠানোর কথাও ঘোষণা করেন তিনি।