নয়া দিল্লি: কৃষক-বিরোধী জমি অধিগ্রহণ অর্ডিন্যান্স নিয়ে সমাজের সমস্তস্তরে সমালোচিত হওয়ার পর এই অর্ডিন্যান্স হঠিয়ে নয়া আজ লোকসভায় নয়া জমি অধিগ্রহণ বিল আনতে চলেছে মোদী সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই বিলে জমি অধিগ্রহণের ক্ষেত্রে সম্মতির প্রশ্ন স্পষ্ট করা এবং এর ফলে সামাজিক প্রভাবের মূল্যায়নের লাগাতার দাবি  জানিয়ে এসেছেন বিরোধীরা। বিরোধীদের দাবি এই বিষয় স্পষ্ট হলে তবেই কৃষক দরদী আইন প্রতিষ্ঠা করা সম্ভব।


অন্যদিকে, কাল বাজেট অধিবেশনের সূচনা বক্তৃতায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন নয়া বিলে জমির মালিক ও কৃষকদের অধিকার সুরক্ষিত করা হয়েছে।


কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী চৌধুরি বিরেন্দর সিং আজ সংসদে 'Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement (Amendment) বিল, ২০১৫ পেশ করবেন।


গত বছর ডিসেম্বর থেকে জারি হওয়া মোদী সরকারের এই সংক্রান্ত বহু বিতর্কিত অর্ডিন্যান্সটিকে প্রতিস্থাপন করবে এই বিলটি।