নিজস্ব প্রতিবেদন : তীব্র জল-সংকটের আশঙ্কা রয়েছে। এখন থেকেই সচেতন না হলে অদূর ভবিষ্যতে বড়সড় বিপদ অপেক্ষা করছে। জল সংরক্ষণ নিয়ে একের পর এক বিজ্ঞাপনী প্রচার করে চলেছে সরকার। জল সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে এবার এগিয়ে এলেন প্রধানমন্ত্রীও। ৭৩তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে জাতীর উদ্দেশে ভাষণের সময় নরেন্দ্র মোদী জল সংরক্ষণের প্রসঙ্গ তোলেন। সাধারণ মানুষকে সচেতন করতে একজন সন্তের লেখা কবিতার প্রসঙ্গ তুলে ধরেন মোদী। একশো বছর আগে জল-সংকট নিয়ে কবিতা লিখে গিয়েছিলেন সেই মুনি। মোদী সে কথাই মনে করিয়ে দিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  আমরা যদি সতী প্রথা বিলোপ করতে পারি, তাহলে তিন তালাক কেন পারব না? বললেন নমো



মোদী বললেন, উত্তর গুজরাটে একটি প্রসিদ্ধ জায়গা রয়েছে। সেখানে একজন সন্ত থাকতেন। জৈন ধর্মাবলম্বীরা সেই সন্তকে খুব শ্রদ্ধা করতেন এবং তাঁকে সিদ্ধপুরুষ বলে মনে করতেন। সেই মুনি সাধারণের মতোই জীবন-যাপন করতেন। চাষবাস করতেন। সেই জৈন মুনি একশো বছর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, একদিন খাবার জল দোকানে বিক্রি হবে। তাঁর সেই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। চেন্নাইয়ের মতো শহরে সত্যিই খাবার জল কিনতে দোকানে লাইন পড়েছিল। 


আরও পড়ুন-  প্রতিরক্ষায় বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রীর! তিন বাহিনীর সমন্বয়ে হবে নতুন পদ


মোদী আরও বললেন, স্বাধীনতার সত্তর বছর পেরিয়ে গিয়েছে। এখনও দেশের অর্ধেক মানুষকে খাবার জল জোগাড় করতে রোজ অনেক কষ্ট করতে হয়। অনেক গ্রামে মানুষকে খাবার জল আনতে ২-৫ কিমি পথ হেঁটে যেতে হয়। এই জলসংকট মেটাতে কেন্দ্রীয় সরকার সাড়ে তিন লাখ কোটি টাকা খরচের পরিকল্পনা করেছে বলে জানালেন মোদী। তবে জল সংরক্ষণের জন্য প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। হাতে আর বেশি সময় নেই। বললেন মোদী।