পশ্চিমবঙ্গের কর্মসংস্থানকে ঢাল করলেন নরেন্দ্র মোদী
পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের ছবি তুলে ধরে বিরোধীদের নিশানা মোদীর।
নিজস্ব প্রতিবেদন: 'অচ্ছে দিনে'র স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। অথচ তাঁর জমানায় বেকারত্ব বেড়েছে বলে দাবি বিরোধীদের। সেই দাবি নস্যাত্ করতে বাংলার নজির তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই দাবি করেন, কর্মসংস্থানে গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা। মমতার দাবিকে মান্যতা দিয়েই এদিন লোকসভায় নরেন্দ্র মোদী মন্তব্য করেন, গত ৩-৪ বছরে পশ্চিমবঙ্গে ১ কোটি মানুষের চাকরি হয়েছে।
মোদীর কথায়, ''বিরোধীরা দাবি করছে, আমার জমানায় কোনও কর্মসংস্থান হয়নি। অথচ কর্ণাটক, কেরল, পশ্চিমবঙ্গ ও ওড়িশার সরকারের দাবি, গত ৩-৪ বছরে ১ কোটি কর্মসংস্থান হয়েছে। আমি আর্থিকভাবে এগিয়ে থাকা রাজ্যগুলির কথা ধরলাম না। এনডিএ শাসিত রাজ্যগুলিকে বাদ দিলাম। তাহলে বলে দিন, বিরোধী শাসিত রাজ্যগুলির দাবি মিথ্যা।''