নিজস্ব প্রতিবেদন: টাইম ম্যাগাজিনের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের দৌড়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রতিদ্বন্দ্বিতায়  রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মাইক্রোসফটের সিইও ভারতের সত্য নাদেল্লাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রায় এক দশক ধরে প্রতিবছর ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকা তৈরি করে টাইম ম্যাগাজিন। এই তালিকায় থাকেন রাজনৈতিক নেতা, শিল্পী, শিল্পপতি এবং বিজ্ঞানীরা। আগামী মাসে ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করবে টাইম ম্যাগাজিন। 
 
১০০ প্রভাবশালীর তালিকায় কে কোথায় থাকবেন, তা অনলাইনে ভোট দিয়ে স্থির করবেন পাঠকরা। তবে চূড়ান্ত তালিকায় শিলমোহর দেবেন সম্পাদকরা। 


গতবছরও প্রতিযোগীদের তালিকায় ছিলেন নরেন্দ্র মোদী। ২০১৫ সালে তাঁকে তালিকায় ঠাঁই দিয়েছিল টাইম ম্যাগাজিন। সেবার নরেন্দ্র মোদীকে নিয়ে কলাম লিখেছিলেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।