নিজস্ব প্রতিবেদন: প্রজাতন্ত্র দিবসের সকালে আসিয়ান দেশগুলি নাগরিকদের কাছে পৌঁছে গেল নরেন্দ্র মোদীর বার্তা। ১০টি দেশের সংবাদপত্রে সম্পাদকীয় লিখলেন ভারতের প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোট ২৭টি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে নরেন্দ্র মোদীর লেখা সম্পাদকীয়। ১০টি ভাষায় তা প্রকাশিত হয়েছে। সম্পাদকীয়তে মোদী মনে করিয়ে দিয়েছেন, কয়েক শতক ধরে আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের নিবিড় সম্পর্কের ঐতিহ্য। প্রধানমন্ত্রীর কথায়, ''ইন্দো-আসিয়ান সম্পর্ক ২৫ বছর পুরনো।  তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য, রাজনীতি, ধর্ম, ভাষা, বন্ধুত্ব ও সংস্কৃতির যোগ ২ হাজার বছরের প্রাচীন।'' আগামী দিনে এই বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী লিখেছেন, ''পরিকাঠামো ও নগরায়নের চ্যালেঞ্জ সামলানোর ক্ষমতা রয়েছে আমাদের। স্বাস্থ্য ও কৃষিতেও উন্নতি করতে পারি। জনসাধারণের জীবনে  আমূল পরিবর্তন আনতে পারে ডিজিটাল প্রযুক্তি, উদ্ভাবন ও যোগাযোগ ব্যবস্থা।''


আরও পড়ুন- ভারতের সামরিক বল ও সংস্কৃতির মিশেল রাজপথে