নিজস্ব সংবাদদাতা: নাক দিয়ে যায় বাঁচা!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হ্যাঁ, করোনা-আবহে সম্ভবত এমনটাই বলতে হবে। কেননা এ বার নাকের মাধ্যমে করোনা টিকা দিয়ে মানুষকে সুরক্ষিত করা যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। 


বিশ্ব জুড়ে করোনা ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। অনেকগুলি দেশই এই কাজে যুক্ত। কাজ চলছে ভারতেও। ভারতে এ সংক্রান্ত কাজে যুক্ত আছে 'সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া' এবং 'ভারত বায়োটেক'।


সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, আগামী বছর মার্চের মধ্যেই দেশে করোনা-ভ্যাকসিন চলে আসার কথা। খুব শীঘ্রই করোনার 'নেজাল' ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করবে 'সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া' এবং 'ভারত বায়োটেক'।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, 'ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের সঙ্গে যৌথ ভাবে এই ভ্যাকসিনের পরীক্ষা চালাবে ভারত বায়োটেক।'


এর আগেও নেজাল ভ্যাকসিনের কথা উঠেছে। মূলত নাক ও মুখ দিয়ে করোনা ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে বলেই সেই পথে ভ্যাকসিনও দেওয়া যায় কিনা সে কথা ভেবেছেন গবেষক ও চিকিৎসকেরা। 


আরও পড়ুন: কোভিড আবহেই পুজো! কীভাবে নিয়ন্ত্রিত হবে আইন-শৃঙ্খলা, প্রশাসনিক বৈঠক নবান্নে