নিজস্ব প্রতিবেদন: মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তর প্রদেশের মাদ্রাসা এডুকেশন বোর্ডের রেজিস্ট্রারার এসএন পাণ্ডে আগেই এই মর্মে একটা বিজ্ঞপ্তি জারি করেছিলেন। বৃহস্পতিবার থেকে তা কার্যকর হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত মার্চ মাসের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে, রাজ্যের প্রতিটা মাদ্রাসায় প্রার্থনার সময় জাতীয় সংগীত গাইতেই হবে। রমজানের ছুটির পর বৃহস্পতিবার, ১২ মে থেকে মাদ্রাসাগুলোয় ক্লাস শুরু হওয়ায়, এ দিন থেকে নির্দেশ কার্যকর হল। সেক্ষেত্রে মাদ্রাসার শিক্ষক এবং পড়ুয়াদের ক্লাস শুরু আগে 'জনগণমন' গাইতে হবে।


এই নির্দেশ যাতে যথাযথ ভাবে মান্য হয়, সেজন্য জেলার মাইনরিটি বোর্ডকে দায়িত্ব দিয়েছে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। হিসেব বলছে, বর্তমানে উত্তর প্রদেশে ১৬ হাজার ৪১৬টি মাদ্রাসা রয়েছে। যার মধ্যে ৫৬০টি সরকারি সাহায্য পায়।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)