ওয়েব ডেস্ক : কোচের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জাতীয় স্তরের শুটারের। প্রতিবাদ করলে তাঁকে গুলি করার হুমকি। দিল্লির চাণক্যপুরী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তও আন্তর্জাতিক স্তরে শুট্যার ছিলেন বলে জানা গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সব টাকাই রাজনীতিক ও আমলাদের বললেন ১৪ হাজার কোটি টাকা হিসাব বহির্ভূত আয়ের ব্যবসায়ী


ইদানিং দিল্লি সাইতে অভিযোগকারী তার প্রশিক্ষণে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য  প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানেই দু'জনের ঘনিষ্ঠতা বাড়ে। ওই মহিলাকে অভিযুক্ত বিয়ের প্রস্তাবও দেয় বলে দাবি। এর পরেই  মহিলার জন্মদিনে তাঁর  চাণক্যপুরীর বাড়িতে আসে অভিযুক্ত। অভিযোগ সেখানেই কোল্ড ড্রিঙ্কে মাদক মিশিয়ে অচৈতন্য করে ধর্ষণ করা হয়। মহিলার দাবি এর পর শুট্যিং রেঞ্জে দেখা হলে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করে ওই কোচ। এমন কী খুনের হুমকিও দেওয়া হয়।