নিজস্ব প্রতিবেদন: ক্যাপ্টেন অমরিন্দর সিং মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। সোশ্যাল মিডিয়ায় সেই ইস্তফাপত্ত পোস্টও করলেন ঠোঁটকাটা এই নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মেট্রোয় মরণফাঁদ! কর্তৃপক্ষের বিরুদ্ধে জোড়া মামলা রুজু পুলিসের


গতমাসে অমরিন্দর সিং মন্ত্রিসভা পুনর্গঠন হয়। সিধুকে দেওয়া হয় নতুন দফতর। কিন্তু নতুন দায়িত্ব তিনি গ্রহণ করেননি। গত ১০ জুনই তিনি পদত্যাগ করেন। সেটি পাঠিয়েছিলেন রাহুল গান্ধীর কাছে। রবিবার তিনি সেই ঘোষণা করলেন। টুইট করে তিনি জানিয়েছেন, পঞ্জাব ক্যাবিনেট থেকে পদত্যাগ করলাম। প্রসঙ্গত, তাঁকে রাজ্যের পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয়।



উল্লেখ্য, গত ১০ জুন তিনি দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। রাজ্যের পরিস্থিতির কথা তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে বুঝিয়ে বলেন।



আরও পড়ুন-বাড়ি বাড়ি ঘুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূল নেতা


২০১৭ সালে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন সিধু। বেশ কিছুদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে ঠোকাঠুকি লেগেই ছিল তাঁর। সম্প্রতি তিনি মন্ত্রিসভার একটি বৈঠকে যাননি বরং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাড়িতে বসেই। পাশাপাশি, রাজ্যের এক বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে নালিশ করেন রাজ্যপালের কাছে। সেখানে বলা হয়, সিধু মন্ত্রী হিসেবে শপথ না নিলেও সব ভাতা নিচ্ছেন।