ওয়েব ডেস্ক: নৌসেনাকে বাড়ি বা আবাসন নির্মাণের জন্য দক্ষিণ মুম্বইয়ে এক ইঞ্চিও জমি দেব না। বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গড়কড়ি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর কথায়, পাকিস্তান সীমান্ত এলাকায় থাকা উচিত নৌ সেনার। দক্ষিণ মুম্বইয়ে জমি চাইছে কেন তারা? আমার কাছে জমি চাইতে এসেছিল। আমি বলেছি, এক ইঞ্চিও জমি দেব না। 


আরও পড়ুন- সন্ত্রাসবাদীরা শহিদ, আমাদের ভাই, মন্তব্য বিজেপির জোটসঙ্গী বিধায়কের


দক্ষিণ মুম্বইয়ের মালাবার হিলসে ফ্লোটিং জেটি বানাতে চেয়ে আবেদন করেছিল নৌসেনা। সেই আবেদন খারিজ করেছেন নিতিন গড়কড়ি। বলেন, ''সবাই দক্ষিণ মুম্বইয়ে ফ্ল্যাট বানাতে চাইছে। আমি আপনাদের সম্মান করি। তবে আপনাদের পাকিস্তান সীমান্তে পাহারা দেওয়া উচিত। এখানে আপনাদের কোনও কাজ নেই।''     



গড়কড়ির যুক্তি, ''মালাবার হিলসে নৌসেনার কোনও প্রয়োজন নেই। সেখানে তাদের জমি দেওয়ার কোনও কারণ থাকতে পারে না।''