ওয়েব ডেস্ক: 'আচ্ছে দিন আনেওয়ালে হ্যায়'। এই স্লোগান দিয়েই দু'বছর আগে সফর শুরু হয়েছিল মোদী সরকারের। দু'বছর পর এবার জনতার কাছে এনডিএ সরকারের দাবি একটু 'হাসি'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ ২৬ মে সরকারের দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষে তথ্য সম্প্রচার দফতর আয়োজন করেছে ৮ ঘণ্টার এক টক শো 'জারা মুসকুরা দো'। এই অনুষ্ঠানে আলোচনা হবে গত দু'বছরে সরকারের যাবতীয় প্রকল্প ও সেইসব প্রকল্পের সাফল্যের কাহিনী। আলোচনার কেন্দ্রে থাকবে 'বেটি বাচাও বেটি পরাও', 'পহেল', জন ধন যোজনা', ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনসন'-এর মতো সরকারের সফল প্রকল্পগুলো। আলোচনা শুরু হবে ইন্ডিয়া গেট এর সামনে থেকে। এরপর তা ছড়িয়ে পড়বে হরিয়ানা, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র ও মেঘালয়ে।


এছাড়াও স্বচ্ছ ভারত, ডিজিটাল ইন্ডিয়া, রুরাল ইলেকট্রিফিকেশন, এইসব প্রকল্পগুলোর উপর তৈরি ডকুমেন্টরিও দেখানো হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে দূরদর্শনে।