নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গেল তেলুগু দেশম পার্টি। এর ফলে লোকসভা ও রাজ্যসভায় এক ধাক্কায় কমে গিয়েছে এনডিএ জোটের আসন। লোকসভা নিয়ে মোদী-শাহের সমস্যা নেই। তবে  রাজ্যসভায় নিশ্চিতভাবে শক্তি কমল 'সংখ্যালঘু' এনডিএ-র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪ সালের লোকসভা ভোটে নরেন্দ্র  মোদীর 'অচ্ছে দিনে'র হাওয়ায় ২৮৪টি আসন জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি।একক সংখ্যাগরিষ্ঠ হলেও শরিক দলগুলিকে সঙ্গে সরকার গঠন করে গেরুয়া শিবির। কয়েকটি উপনির্বাচনে হারের পর বর্তমানে লোকসভায় বিজেপির সাংসদ সংখ্যা ঠেকেছে ২৭৪। যাদু সংখ্যা ২৭২ আসনের চেয়ে বেশি। 


২০১৪ সালে এনডিএ-র আসন সংখ্যা ছিল ৩৩১। এবং শুক্রবার সকাল পর্যন্ত রাজ্যসভায় ৭৯ সাংসদ। টিডিপি জোট ছাড়ায় লোকসভায় এনডিএ-র শক্তি কমে হল ৩১৫ ও রাজ্যসভায় ৭৩। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াইএসআর কংগ্রেসের অনাস্থা প্রস্তাব তাই সঙ্গত কারণেই বিজেপিকে বিপাকে ফেলবে না। 


এক নজরে লোকসভায় এনডিএ জোটের শক্তি 


বিজেপি ২৭৪
শিবসেনা ১৮
লোক জনশক্তি পার্টি ৬
শিরোমণি অকালি দল ৪
জনতা দল ইউনাইটেড ২
ইন্ডিয়ান লোক দল ২
অপনা দল ২
জম্মু-কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি ১
সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট ১
পাট্টালি মাক্কাল কাটচি ১
অল ইন্ডিয়া এনআর কংগ্রেস ১
ন্যাশনাল পিপলস পার্টি ১


রাজ্যসভায় এনডিএ-র শক্তি 
 


বিজেপি ৫৪
জনতা দল ইউনাইটেড ৭
শিরোমণি অকালি দল ৩
শিবসেনা ৩
জম্মু-কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি ২
ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ১
সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট ১
রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ) ১
নাগা পিপলস ফ্রন্ট ১