নিজস্ব প্রতিবেদন: নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেইপিউ রিও। নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার ১১ সদস্যকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল পিবি আচার্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রথম নাগাল্যান্ড রাজভবনের বাইরে খোলা মাঠে সম্পন্ন হল শপথপাঠ অনুষ্ঠান। কোহিমার স্থানীয় মাঠে শপথবাক্য পাঠ করেন নেইপিউ রিও। ১৯৬৩ সালে ১ ডিসেম্বর এই ময়দানেই নাগাল্যান্ডকে রাজ্যের স্বীকৃতি দেন তত্কালীন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। 



নাগাল্যান্ডে সরকার গঠন করল এনডিপিপি ও বিজেপি জোট। ৩২ বিধায়কের সমর্থন রয়েছে এই জোটে। ১৮ মার্চ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন নেইপিউ। শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও দলের সাধারণ সম্পাদক রাম মাধব। 



নাগাল্যান্ডে ১১টি আসন জিতেছে বিজেপি। এনডিপিপি পেয়েছে ১৬টি। এবং বিজেপির প্রাক্তন শরিক এনপিএফের ঝুলিতে গিয়েছে ২৭টি আসন।


আরও পড়ুন- হাদিয়া-সাফিনের বিয়ের বৈধতা দিল সুপ্রিম কোর্ট, চলতে পারে 'লভ জিহাদে'র তদন্ত