নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর হিসেবে শপথ নেইপিউয়ের
নাগাল্যান্ডের কোহিমায় ময়দানে অনুষ্ঠিত হল শপথগ্রহণ অনুষ্ঠান।
নিজস্ব প্রতিবেদন: নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নেইপিউ রিও। নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার ১১ সদস্যকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল পিবি আচার্য।
এই প্রথম নাগাল্যান্ড রাজভবনের বাইরে খোলা মাঠে সম্পন্ন হল শপথপাঠ অনুষ্ঠান। কোহিমার স্থানীয় মাঠে শপথবাক্য পাঠ করেন নেইপিউ রিও। ১৯৬৩ সালে ১ ডিসেম্বর এই ময়দানেই নাগাল্যান্ডকে রাজ্যের স্বীকৃতি দেন তত্কালীন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন।
নাগাল্যান্ডে সরকার গঠন করল এনডিপিপি ও বিজেপি জোট। ৩২ বিধায়কের সমর্থন রয়েছে এই জোটে। ১৮ মার্চ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন নেইপিউ। শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও দলের সাধারণ সম্পাদক রাম মাধব।
নাগাল্যান্ডে ১১টি আসন জিতেছে বিজেপি। এনডিপিপি পেয়েছে ১৬টি। এবং বিজেপির প্রাক্তন শরিক এনপিএফের ঝুলিতে গিয়েছে ২৭টি আসন।
আরও পড়ুন- হাদিয়া-সাফিনের বিয়ের বৈধতা দিল সুপ্রিম কোর্ট, চলতে পারে 'লভ জিহাদে'র তদন্ত