গুমনামি বাবাই কি নেতাজি? তদন্তের দাবিতে অখিলেশের দ্বারস্থ নেতাজির পরিবার
গুমনামি বাবাই কি নেতাজি? তদন্তের দাবি জানিয়ে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দ্বারস্থ হল নেতাজির পরিবার।
ওয়েব ডেস্ক : গুমনামি বাবাই কি নেতাজি? তদন্তের দাবি জানিয়ে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দ্বারস্থ হল নেতাজির পরিবার।
অনেকেই বিশ্বাস করেন ফৈজাবাদের গুমনামি বাবাই ছিলেন নেতাজি। শেষজীবনে গুমনামি বাবা তথা ভগবানজী ছদ্মনামে হিন্দু সন্ন্যাসীর বেশে দেশেই ছিলেন ভারতমাতার এই বীর সন্তান। দাবি স্বপক্ষে রয়েছে বেশকিছু তথ্যপ্রমাণও। ১৯৮৫ সালে মৃত্যু হয় গুমনামি বাবার।
নেতাজির পরিবারের সদস্যরা অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান। যাদের কাজ হবে, গুমনামি বাবার অতীত সন্ধান। উত্তরপ্রদেশ সরকার সূত্রে খবর, নেতাজি পরিবারের দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ।
এর আগে প্রথমে পশ্চিমবঙ্গ সরকার গত সেপ্টেম্বরে নেতাজি সংক্রান্ত কিছু গোপন ফাইল সামনে আনে। এরপর চলতি বছর ২৩ জানুয়ারি নেতাজি সংক্রান্ত বেশকিছু ফাইল সামনে আনে মোদী সরকার।