নিজস্ব প্রতিবেদন : মানুষ মানুষের জন্য। একথাই যেন প্রমাণ করলেন কেরলের এক মহিলা। দৃষ্টিহীন এক ব্যক্তিকে বেশ খানিকটা দৌড়ে বাসে তুলে দেওয়ার মাধ্যমে সমাজকে যেন অনুপ্রাণিত করলেন এই মহিলা। অনুপ্রাণিত করলেন মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করার, ভালবাসার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে দৃষ্টিহীন এক ব্যক্তি বাস ধরতে যাচ্ছেন। কিন্তু, বাস তাঁকে ফেলে রেখেই এগিয়ে যাচ্ছে। সেই সময়েই ছুটতে শুরু করেন ওই মহিলা। ছুটে, হাত নেড়ে বাস থামান তিনি। তারপর বাস দাঁড়াতে বলে ফেরত যান। সেখান থেকে ধীরে ধীরে হাত ধরে এগিয়ে আনেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে। তাঁকে বাসে তুলে দেন ওই মহিলা। 


কেরলের এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ওই মহিলার নাম সুপ্রিয়া। ঘটনাটি কেরলের থিরুভাল্লাতে ঘটেছে।



মানুষের কাছে মানবতাই কাম্য। কিন্তু, বিশ্বজুড়ে যেখানে শিরোনামে শুধুই মানুষের নৃশংসতা, সেখানে এমন ঘটনা যে আমাদের মানব ধর্মের কথা আবারও মনে করিয়ে দেয় তা বলাই যায়। প্রতি মহিলার অন্তরে যে একজন মায়ের স্নেহ ও যত্ন লুকিয়ে, তা যেন দেখিয়ে দেয় এই ভিডিয়ো। 


ভিডিয়োটি টুইট করেছেন কেরলের তিরুপাথুরের এসপি বিজয়কুমার। এখনও পর্যন্ত টুইটারে ৮০ লক্ষেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর।

আরও পড়ুন : রান্নাঘরে 'তার' মুখ দেখেই শিউরে উঠেছিলেন গৃহিনী, ভেঙে ফেললেন গোটা বাড়িই! কালনায় ভয়ঙ্কর ঘটনা