সিমের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট
বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলছিল আধার মামলার শুনানি। তখনই বিচারপতি চন্দ্রচূড় বলেন, `লোকনীতি ফাউন্ডেশন মামলায় কখনো মোবাইল ফোনের সিমকার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে কোনও নির্দেশ দেয়নি আদালত। অথচ কেন্দ্রীয় সরকারের নির্দেশনামায় তেমনই বলা হয়েছে।`
ওয়েব ডেস্ক: মোবাইল ফোনের সিমের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক এমন কোনও নির্দেশ কখনো দেয়নি সুপ্রিম কোর্ট। বুধবার আধার মামলার শুনানি চলাকালীন এই নিয়ে আদালতের অবস্থান স্পষ্ট করলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি বলেন, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি আদালত যে নির্দেশ দিয়েছিল তা বুঝতে ভুল করেছে কেন্দ্রীয় সরকার।
ই-মনোনয়নের আর্জি নিয়ে ডিভিশন বেঞ্চে সিপিএম
বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলছিল আধার মামলার শুনানি। তখনই বিচারপতি চন্দ্রচূড় বলেন, 'লোকনীতি ফাউন্ডেশন মামলায় কখনো মোবাইল ফোনের সিমকার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে কোনও নির্দেশ দেয়নি আদালত। অথচ কেন্দ্রীয় সরকারের নির্দেশনামায় তেমনই বলা হয়েছে।' আইনজীবী রাকেশ দ্বিবেদীর দায়ের করা এক মামলায় একথা জানিয়েছে আদালত।