ওয়েব ডেস্ক: আজ, মঙ্গলবার নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় শপথ নিলেন ১৯ জন নতুন মন্ত্রী। দেশের নতুন মন্ত্রীরা কারা। জানুন এক নজরে


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অজয় তামাতে (উত্তরাখণ্ড থেকে লোকসভা সাংসদ)



অনিল মাধব দাভে (মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ)



অনুপ্রিয়া প্যাটেল (উত্তরপ্রদেশে বিজেপি-র শরিক আপনা দলের সাংসদ)



অর্জুন রাম মেঘওয়াল (রাজস্থান থেকে লোকসভা সাংসদ)



ছোট্টু রাম চৌধুরী (রাজস্থান থেকে লোকসভা সাংসদ)



ডক্টর সুভাষ ভামরে (মহরাষ্ট্র থেকে লোকসভা সাংসদ)


ফগন সিং কুলস্তে (মধ্যপ্রদেশ থেকে লোকসভা সাংসদ)


জসবন্তসিং ভাভোপ (গুজরাট থেকে লোকসভা সাংসদ)


কৃষ্ণা রাজ ( উত্তরপ্রদেশ থেকে লোকসভা সাংসদ)



মহেন্দ্র নাথ পান্ডে (উত্তরপ্রদেশ থেকে সাংসদ)



মনসুখ মানদাভিয়া (গুজরাট থেকে সাংসদ)



এমজে আকবর (সাংবাদিক/মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় বিজেপি সাংসদ)


পিপি চৌধুরী (রাজস্থান থেকে লোকসভা সাংসদ)



পুরষত্তোম রুপালা (বিজেপি সহ সভাপতি)



রাজেন গোহেন (অসম থেকে লোকসভায় নির্বাচিত)



রামদাস আথাওয়ালে (মহারাষ্ট্রে বিজেপি-র শরিক দল আরপিআইয়ের সাংসদ)



রমেশ চাঁদাপ্পা জিগআজিনাগি (কর্নাটক থেকে লোকসভা সাংসদ)



এসএস আলুওয়ালিয়া (দার্জিলিংয়ের সাংসদ)



বিজয় গোয়েল (রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ)