ওয়েব ডেস্ক : যোগীর রাজ্যে এবার মেয়েদের জন্য নয়া 'দাওয়াই'। ঘটনাটি মথুরার। মথুরার মাদোরা গ্রাম পঞ্চায়েতের নির্দেশ, এবার থেকে রাস্তায় কোনও মেয়েকে যদি ফোন হাতে হাঁটতে দেখা যায়, তবে জরিমানা ধার্য করা হবে। জরিমানা হবে বেশ বড় অঙ্কেরই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২১,০০০ টাকা জরিমানা ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত। তাদের বক্তব্য, রাস্তায় মোবাইল ফোন হাতে হাঁটার ফলে অনেক দুর্ঘটনা ঘটছে। মেয়েদের সঙ্গে হওয়া অনেক অপরাধের পিছনে কারণও এই মোবাইল ফোন। সেকারণেই এই সিদ্ধান্ত।


একইসঙ্গে গো-হত্যাতেও কড়া জরিমানা জারির হুঁশিয়ারি দিয়েছে গ্রাম পঞ্চায়েত। গো-হত্যা বা গরু চুরিতে জড়িত প্রমাণ পাওয়া গেলে জরিমানা হবে ২ লাখ। অন্যদিকে, মদ বিক্রির সঙ্গে জড়িত খোঁজ পাওয়া গেলে জরিমানা করা হবে ১ লাখ ১১ হাজার টাকা।


আরও পড়ুন, পবিত্র কেদারনাথ ধামে 'দৃষ্টান্ত' স্থাপন প্রধানমন্ত্রী মোদীর!