ওয়েব ডেস্ক : এবার থেকে পাসপোর্ট হাতে পেতে আর ঝামেলা পোহাতে হবে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দ্রুত পাসপোর্ট তুলে দিতে গোটা প্রক্রিয়ার আনা হল সরলীকরণ। বদল করা হয়েছে একগুচ্ছ নিয়মের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং তাদের টুইটার অ্যাকাউন্ট চালু করার পাশাপাশি সেই নতুন বিধিও প্রকাশ করলেন। এবার থেকে পাসপোর্ট পেতে বার্থ সার্টিফিকেট‍ আর বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে। এছাড়া সরকারি কর্মচারীরা দফতরের আধিকারিকের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’‍ না পেলেও পাসপোর্ট পেতে পারেন।


আরও পড়ুন- কবে মিটবে এই নোট সমস্যা? জেনে নিন কী বলছে সরকার...


প্রসঙ্গত, এতদিন আবেদনকারীর জন্ম ১৯৮৯ সালের ২৬ জানুয়ারি বা তার পরে হলে বার্থ সার্টিফিকেট পেশ করা বাধ্যতামূলক ছিল। সেই নিয়মেই বদল আনা হল এবার।
 
কী রয়েছে সেই নতুন প্রক্রিয়ায়-


১) জন্মের তারিখ প্রমাণ করতে আর বার্থ সার্টিফিকেটের প্রয়োজন নেই। তবে বিশেষ ক্ষেত্রে তা চাওয়া হতে পারে পাসপোর্ট অথরিটির কাছ থেকে
২) স্কুল লিভিং সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র অথবা LIC পলিসি বন্ডে দেওয়া জন্ম তারিখকেই বৈধ প্রমাণপত্র হিসেবে ধরে নেওয়া হবে
৩) আগের মতোই পৌরসভা বা পঞ্চায়েত থেকে দেওয়া বার্থ সার্টিফিকেটও গ্রহণ করা হবে জন্মের প্রমাণপত্র হিসাবে
৪) সাধু বা সন্নাসীদের ক্ষেত্রে দীক্ষাগুরুর নাম উল্লেখ করেও পাসপোর্টের জন্য আবেদন করা যেতে পারে
৫) আবেদনকারীরা বিবাহিত হলেও ম্যারেজ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়
৬) আগের মত বাবা বা মায়ের নাম একসঙ্গে উল্লেখ করার প্রয়োজন নেই পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে। সেই জায়গায় যে কোনও একজনের নাম উল্লেখ করেই আবেদন করা যাবে
৭) অনাথ আশ্রমে বড়় হওয়া ব্যক্তির ক্ষেত্রে সেই আশ্রমের প্রধানের সইকেই গ্রাহ্য করা হবে বৈধ হিসেবে