নিজস্ব প্রতিবেদন: যন্ত্রে কোনও ভুল নেই, প্রমাণ করতে গিয়ে শিশুকে খুনের অভিযোগ উঠল হাতুড়ে চিকিত্সকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের ছাতরা জেলার একটি নার্সিংহোমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসবযন্ত্রণার ওঠার পর আট মাসের সন্তানসম্ভবা স্ত্রীকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান অনিল পান্ডা। মহিলাকে পরীক্ষার পর আরেকটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিত্সক অরুণ কুমার। সেখানে সন্তান প্রসবের আগে চিকিত্সক অনুজ কুমার জানান, আল্ট্রাসাউন্ড পরীক্ষা রিপোর্ট অনুযায়ী, সদ্যোজাত শিশুকন্যা হতে চলেছে। এরপর শিশুর জন্ম দেন অনিল পান্ডার স্ত্রী। ক্লিনিকে গিয়ে দেখেন, তাঁর শিশুপুত্র রক্তে ভাসছে। অনিল পান্ডার অভিযোগ, নিজের যন্ত্রের কার্যকারিতা প্রমাণে শিশুপুত্রের লিঙ্গচ্ছেদ করেছেন ওই হাতুড়ে চিকিত্সক। 


পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন অনিল পান্ডা। ঘটনার পর পলাতক দুই চিকিত্সক। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিস। ক্লিনিকটি বাজেয়াপ্ত করা হয়েছে।  


আরও পড়ুন- ত্রিপুরায় চিটফান্ড দুর্নীতির সবকটি মামলার তদন্তে সিবিআই, সিদ্ধান্ত রাজ্য সরকারের