ওয়েব ডেস্ক : কোনও বিশিষ্ট ব্যক্তিত্ব বা বিশেষ ঘটনার নামে সন্তানের নামকরণের চল ভারতে বেশ 'চিরন্তন'। কিন্তু তাই বলে, কোনও সদ্যোজাতের নাম যদি হয় GST? ঠিক এমনটাই ঘটেছে রাজস্থানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩০ জুন মধ্যরাতে সূচনা হয় ভারতের নতুন কর সংস্কারের। সেদিনই ঠিক রাত ১২টা বেজে ২ মিনিটে সন্তানের জন্ম দেন রাজস্থানের বেওয়ার বাসিন্দা এক মহিলা। সারা দেশ তখন GST নিয়ে আলোচনায় মশগুল। সন্তানের নাম ঠিক করতে তাই আর দুবার ভাবেননি মা। এমন 'বিশেষ দিনে' সন্তানের জন্মকে 'স্মরণীয়' করে রাখতে, তখনই নাম রাখেন 'GST'।


সদ্যোজাতকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধ্রিয়াও।



প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭০ সালে তত্কালীন ইন্দিরা গান্ধী সরকার MISA (মেইনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট) আইন প্রণয়নের পর, প্রতিবাদ স্বরূপ নিজের বড়মেয়ের নাম 'মিসা' রেখেছিলেন লালুপ্রসাদ যাদব।


আরও পড়ুন, আধারে নাম নথিভুক্তকরণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের