নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আকাশে আশঙ্কার কালো মেঘ! আইপিএলের ম্যাচে জল নষ্ট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড ও জলসম্পদ মন্ত্রকের কাছে জবাব চেয়ে পাঠাল জাতীয় পরিবেশ আদালত। এনিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএলের ম্যাচে পিচে তৈরিতে লক্ষাধিক লিটার জল নষ্ট হয়, এই অভিযোগে পরিবেশ আদালতের দ্বারস্থ হয়েছেন আলওয়ারের বাসিন্দা হায়দর আলি। তাঁর আবেদন, সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইপিএল বন্ধ করে দেওয়ার দাবিও করেছেন তিনি। আইনজীবী ব্রহাম সিং ও রোহিত বিদূহির মাধ্যমে পরিবেশ আদালতে হায়দর আলি জানান, দেশের অধিকাংশ এলাকা জলসংকটে ভুগছে। অথচ আইপিএলের জন্য নষ্ট হচ্ছে প্রচুর জল।


এই আবেদনের শুনানিতেই জলসম্পদ মন্ত্রক ও বিসিসিআই-কে নোটিস পাঠিয়েছেন জাতীয় পরিবেশ আদালতের বিচারক জাভেদ রহিম। দু'সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সংশ্লিষ্ট পক্ষকে। ২৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। 


আরও পড়ুন- শামি তদন্তে নয়া মোড়! কে এই মহম্মদ ভাই?