নিজস্ব প্রতিবেদন: ইন্টারনেটে চলছে প্রশিক্ষণ।  ভারত থেকে চলছে জঙ্গি নিয়োগের কাজ। এই তথ্য হাতে আসা মাত্রই গোটা দেশ জুড়ে তল্লাসি চালাচ্ছে  এনআইএ। জানা গিয়েছে, এই প্রশিক্ষণ চালাচ্ছে  ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী। ইতিমধ্যে, ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে, মুসলিম যুবকদের অনলাইনে প্রশিক্ষণ এবং হামলা চালানোর পরিকল্পনা দেওয়া হচ্ছে। 


 বেশ কিছুদিন ধরেই চলছিল জঙ্গি নিয়োগের ঘটনা। যে  খবর গোপন সূত্রে এসো পৌঁছয় গোয়ান্দাদের হাতে। তারপরই, শুরু হয় তল্লাসি।  জড়িত থাকার অভিযোগেই ওই ৫ সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।


অনেকদিন ধরেই ৬ থেকে ৭ জনের উপর নজর রাখছিল গোয়েন্দারা। এরপর দীর্ঘ  ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তে নামে এনআইএ। কেরল, কর্নাটক, দিল্লি-সহ দেশের ১০টি জায়গায় তল্লাসি চালানো হয়। 


জানা গিয়েছে, এদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার, কেউ অটোচালক আবার কারও রয়েছে মোবাইলের দোকান। ধারাবাহিক বিস্ফোরণের ছক  আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।