ওয়েব ডেস্ক : কাশ্মীরে অশান্তি ছড়ানো ও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনে এবার ৩০ সন্দেহভাজনের বিরুদ্ধে নোটিস জারি করল NIA। তাদের সঙ্গে হুরিয়ত নেতাদের যোগ রয়েছে বলে ধারণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির। সূত্রের খবর ৩০ জনের মধ্যে জম্মু ও কাশ্মীরের হুরিয়ত নেতা সইয়দ আলি শাহ গিলানির দুই পুত্রও রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NIA সূত্রে খবর, কাশ্মীরে গত এক বছরের বেশি সময় ধরে চলা সন্ত্রাসের পিছনে রয়েছে বাইরের শক্তির মদত। আর সেই শক্তির সঙ্গে হাত মিলিয়েছে ভারতের কয়েকটি সংগঠন। তাদের মধ্যে অন্যতম হুরিয়ত।


আদালতে NIA-র পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে, যাতে ধৃত হুরিয়ত নেতাদের পলিগ্রাফ টেস্ট করার অনুমতি দেওয়া হয়। তদন্তকারী সংস্থাটি মনে করছে দুবাই থেকে কাশ্মীরে আসছে জঙ্গি মদতকারীরা।


আরও পড়ুন- ৩ পাক জঙ্গি হত, গুরেজ সেক্টরে ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা