ওয়েব ডেস্ক: অসমের কোকরাঝাড়ে গতকাল জঙ্গি হানায় ১৪ জনের নিহত হওয়ার ঘটনার তদন্ত করতে আজই এআইএ ( National Investigation Agency)-এর চার সদস্যের দল পৌঁছল ঘটনাস্থলে বলে জানা গেছে সংবাদ সংস্থা এএনআই-এর তরফে। সন্দেহ করা হচ্ছে এই হামলা ঘটিয়েছে বরো জঙ্গিরাই।


আরও পড়ুন- অসমে জঙ্গি হানা কেনও; কারণ খুঁজতে তদন্ত হাতে নেবে NIA!


অসমের এই জঙ্গি হানার পেছনে যাদের হাত রয়েছে তাদের প্রতি কড়া বার্তা দিয়ে সেই রাজ্যের সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল জানিয়েছেন, "কোনও গোষ্ঠীরই কোনরকম হুমকি আমরা মেনে নেব না। সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের সময় সরকার কোন চাপের সামলেই মাথা নোয়াবে না।" সরকারের তরফ থেকেও দ্বর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে সরকার হামলাকারীদের প্রতি 'কঠোর' মনভাব নিয়েই তদন্তে নেমেছে।


আরও পড়ুন- গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, উপমুখ্যমন্ত্রী নিতীন প্যাটেল