নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবারই ভারতীয় স্টক মার্কেট রেকর্ড করল। নিফটি পেরল ১৩ হাজারের চৌকাঠ। আসলে কোভিড ভ্যাকসিনের খবরে চেগে উঠেছে বিশ্ব বাজার। এর মধ্যে আমেরিকা পেতে চলেছে নতুন প্রেসিডেন্ট। ট্রাম্প-আমলের অবসানেও খুশির হাওয়া বিশ্ব অর্থনীতি-রাজনীতিতে। স্টক মার্কেটের বদ্ধজলে এই জোয়ার এ সবেরই মিলিত প্রতিফলন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ, মঙ্গলবার ২৪ নভেম্বর সেনসেক্স উঠল ৪৪, ৩৫১-এর ঘরে, এবং নিফটি থামল ১৩,০১০-এ এসে! 


সোমবার নিফটি ও সেনসেক্স যথাক্রমে ১২,৯৬৯ এবং ৪৪,২৭১-র ঘরে ছিল। মূলত আইটি ও এনার্জি স্টকের ডিলের জন্যই সূচক এ ভাবে উঠেছিল।   


আন্তর্জাতিক ক্ষেত্রে ইতিবাচক ঘটনা আছেই। কালীপুজোর সপ্তাহখানেক আগে থেকেই ভারতের বাজারও তেজি হয়ে উঠেছিল। আগামী ৩ মাসের মধ্যে করোনার প্রতিষেধক পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হওয়া, কেন্দ্রের নতুন আর্থিক প্যাকেজ  ঘোষণা, কিছু কিছু শিল্পের ঘুরে দাঁড়ানো ইত্যাদিই মূলত কয়েকমাস ধরে করোনা-নিষ্পেষিত বাজারকে চাঙ্গা করেছে। বিদেশি আর্থিক সংস্থাগুলিও তাই তাদের লগ্নি নিয়ে ভারতের দিকে তাকাতে শুরু করেছে। আসলে করোনা বিদায়ের পরে দেশ দ্রুত বৃদ্ধির পথে ফিরবে, এই ভরসাই সামগ্রিক ভাবে আর্থিক বাজারকে শক্তি জুগিয়েছে। আর তারই প্রতিফলন স্টক মার্কেটেও!


আরও পড়ুন:  চিন-প্রশ্নে কেন্দ্রকে আবার বিঁধলেন রাহুল