ওয়েব ডেস্ক : আচমকা মেঘ ভাঙা বৃষ্টি। তার জেরে ফুঁসছে উত্তরাখণ্ডের বিভিন্ন নদী। ইতিমধ্যেই ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। আশঙ্কা করা হচ্ছে আরও অনেকে চাপা পড়ে আছেন বলে। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে NDRF।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চামোলিতে মেঘ ভাঙা বৃষ্টির ধাক্কায় দুকূল ছাপিয়েছে মন্দাকিনী। ভেসে গিয়েছে সুভা উপত্যকার বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত যমুনোত্রী হাইওয়ে। বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে বদ্রীনাথগামী তীর্থযাত্রীদের। একই অবস্থা কেদারনাথ হাইওয়ের। রাস্তার দুধারে দাঁড়িয়ে যানবাহন। আগামী ৭২  ঘণ্টায় নৈনিতাল, উধমসিং নগর এবং চম্পাওয়াত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। গত ২৪ ঘণ্টায় ৫৪ মিলিমিটারের উপর বৃষ্টি রেকর্ড হয়েছে।


২০১৩-য় উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির ফলে প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা।