ওয়েব ডেস্ক: প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের সময়সীমা বেঁধে দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ২০১৯-এর মধ্যে প্রশিক্ষণ শেষ করতে হবে প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের। মন্ত্রী জানিয়েছেন, এনআইওএস-এর অধীনে দূরশিক্ষার মাধ্যমে প্রশিক্ষণের যে ব্যবস্থা করা হয়েছে তাতে নাম নথিভুক্ত করেছেন মোট ১৫ জন শিক্ষক। অপ্রশিক্ষিত শিক্ষকদের তালিকায় বিহার ও মধ্যপ্রদেশের পরেই রয়েছে বাংলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, ১৫ লক্ষের মধ্যে মোট ১০ লক্ষ আবেদনই করেছেন বেসরকারি স্কুলের শিক্ষকরা। বিহার থেকে ১.৯৫ লক্ষ, মধ্যপ্রদেশ থেকে ১.৯১ লক্ষ ও পশ্চিমবঙ্গ থেকে ১.৬৯ লক্ষ শিক্ষক আবেদন করেছেন। জাভড়েকরের কথায়, প্রশিক্ষিত শিক্ষকের কাছ থেকে শিক্ষালাভ ছাত্রদের অধিকার। সেই পথেই এগোচ্ছে সরকার।


রাজ্যে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের এই করুণ দশার দায় অবশ্য নিতে রাজি নন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর দাবি, সরকারি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণদান প্রায় সম্পূর্ণ। কেন্দ্রের নির্দেশ মেনে দফায় দফায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের। 



শিক্ষার অধিকার আইন অনুসারে ২০১৯ সালের মার্চের মধ্যে প্রাথমিক স্কুলের সমস্ত শিক্ষককে প্রশিক্ষণ নিতে হবে।