নিজস্ব প্রতিবেদন:  ধর্ষকদের বিরুদ্ধে নতুন করে মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পর কার্যত কান্নায় ভেঙে পড়লেন নির্ভয়ার মা আশা দেবী। এ দিন তিনি বলেন, “দোষীরা যা চাইছে, তাই হচ্ছে। তারিখের পর তারিখ। আমাদের সিস্টেম এমন যে প্রথমে দোষীদের কথাই শোনা হয়।“ শুক্রবার, ৪ দোষীর বিরুদ্ধে নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির আদালত। ১ ফেব্রুয়ারি সকাল ৬ টায় ৪ ধর্ষকদের ফাঁসি কার্যকরের নির্দেশ দেওয়া হয় তিহাড় জেল কর্তৃপক্ষকে। উল্লেখ্য, এ দিনই সাধারণ বাজেট পেশ হবে সংসদে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজই  নির্ভয়া কাণ্ডে দণ্ডিত মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার  রাতে রাষ্ট্রপতির কাছে মুকেশের প্রাণভিক্ষার আবেদন পাঠিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। সুপ্রিম কোর্টে রায় সংশোধনীর আর্জি খারিজ হয়ে যাওয়ার পর গত মঙ্গলবার প্রাণভিক্ষার আবেদন ফাইল করেছিলেন মুকেশ।


আরও পড়ুন- NPR তো করতেই হবে, বৈঠকে হাজির হয়ে ব্যাখ্যা কংগ্রেসশাসিত রাজ্য ও কেরলের


এ দিন মুকেশের প্রাণভিক্ষা আবেদনের খারিজ করে দেওয়ার পর দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ৪ ধর্ষকের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছিল। ওই মৃত্যু পরোয়ানায় তিহাড় জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় তাদের ফাঁসি কার্যকর করতে হবে। কিন্তু আইনি প্রক্রিয়া জটিলতায় ওই ধার্য দিনে ফাঁসি দেওয়া সম্ভব নয় বলে জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়।