নিজস্ব প্রতিবেদন: নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি বহাল থাকবে, না কি কারাদণ্ডের সাজা হবে তাদের, সোমবার জানাতে পারে সুপ্রিম কোর্ট। দোষীদের পুনর্বিবেচনার আর্জির শুনানি শেষে এই রায় দিতে পারেন বিচারপতিরা। নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর মধ্যে ৩ জনকেই ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতী ও বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে নির্ভয়া মামলার পুনর্বিবেচনার আবেদনের চূড়ান্ত শুনানি। এদিনই নির্ধারিত হতে পারে ফাঁসির সাজাপ্রাপ্ত ৩ ধর্ষক মুকেশ, পবন গুপ্তা ও বিনয় শর্মার জীবনের ফয়সলা। নির্ভয়ার চতুর্থ ধর্ষক অক্ষয় কুমার সিং আদালতে পুনর্বিবেচনার আবেদন জানায়নি। 


২০১৭ সালের ৫ মে নির্ভয়াকাণ্ডে সাজা ঘোষণা করে আদালত। দোষী ৪ ধর্ষককে ফাঁসির সাজা বহাল রাখেন বিচারপতিরা। সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ হলে ধর্ষকদের প্রাণে বাঁচার জন্য খোলা থাকবে শুধু রাষ্ট্রপতির দরজা।