নিজস্ব প্রতিবেদন: ফাঁসি পিছিয়ে দিতে নানা কৌশল নিতে দেখা গিয়েছে নির্ভয়া কাণ্ডের ৪ দোষীর আইনজীবীর। এবার তাদের মধ্যে অন্যতম দোষী বিনয় শর্মার আইনজীবী এপি সিংহ দাবি, তাঁর মক্কেল মাথায় গুরুতর চোট পেয়েছে। চিনতে পারছে না কাউকেই। এমনকি নিজের মা-কেও চিনতে পারেনি। দোষীদের ফাঁসি পিছিয়ে দেওয়ার দাবির পাশাপাশি বিনয়কে উপযুক্ত চিকিত্সা দিতে হবে বলে দিল্লির আদালতের কাছে আর্জি জানান আইনজীবী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিভিন্ন কারণে ফাঁসির তারিখ পিছিয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি দিল্লির পাতিয়ালা হাউজ নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করে। আগামী ৩ মার্চ সকাল ছটায় চার জনের ফাঁসি হওয়ার কথা। সূত্রের খবর, তার আগের থেকেই আমরণ অনশনে বসে বিনয় শর্মা। ১৬ ফেব্রুয়ারি রাতে জেলখানার দেওয়ালে সজোরে মাথা ঠোকে বিনয়। জেল কর্মী তা দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। তত্ক্ষণাত্ তার চিকিত্সা ব্যবস্থা করা হয় বলে সূত্রে খবর।


আরও পড়ুন- ট্রাম্প আসছেন বলে কথা! বস্তি 'ঢাকতে' পাঁচিল, দুর্গন্ধ রুখতে যুমনায় ছাড়া হল জল


আদালতের কাছে বিনয়ের আইনজীবী আবেদন জানান, তাঁর মক্কেলের মাথায় গুরুতর চোট রয়েছে। ডান হাত ভেঙেছে। মানসিক ভাবে বিপর্যস্ত বিনয় স্কিত্জোফ্রেনিয়ায় ভুগছে। তাকে ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালেয়ড সায়েন্সেস হাসপাতালে স্থানান্তরিত করার দাবি জানানো হয়। যদিও তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিনয়ের সামান্য চোট ছাড়া সুস্থ রয়েছে।